
ইসলামী ব্যাংক মুদারাবা টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট
পণ্যের মূল বৈশিষ্ট্য
মুনাফার হার | ৭.০০% | ৬.৮০% | ৬.৬০% | ৬.৫০% | ৬.৩০% | ৫.০০% |
---|---|---|---|---|---|---|
মেয়াদ | ৩ years | ২ years | ১ year | ৬ months | ৩ months | ১ month |
সুদের হার সম্পর্কিত অতিরিক্ত তথ্য | ব্যাংকের আয়ের উপর মুনাফার হার নির্ভর করতে পারে। | |||||
Compounding | Yearly | |||||
ডাবল / ট্রিপল ডিপোজিট? | প্রযোজ্য নয় | |||||
ইসলামী / প্রচলিত? | Islamic | |||||
ন্যূনতম পরিমাণ | ১০০০ ৳ | |||||
সর্বোচ্চ পরিমাণ | প্রযোজ্য নয় |
ফি ও চার্জ
কর প্রদানের আগে মাসিক সুদ | প্রযোজ্য নয় |
---|---|
অন্তঃশুল্ক | প্রযোজ্য নয় |
ব্যাংক চার্জ | প্রযোজ্য নয় |
কর | ১৫% |
নির্বাচিত হওয়ার যোগ্যতা
নির্বাচিত হওয়ার যোগ্যতা
#অবশ্যই একজন বাংলাদেশী নাগরিক হতে হবে। #সর্বনিম্ন ১৮ বছর বয়স হতে হবে।
কাগজপত্র
#সম্পূর্ণ আবেদন ফরম। #আবেদনপ্রার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (পরিচায়ক কর্তৃক সত্যায়িত) #নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি (আবেদনপ্রার্থী কর্তৃক সত্যায়িত) #শনাক্তকরণ প্রমাণ যেমন ভোটার আইডি কার্ড/পাসপোর্টের ফটোকপি।
#অবশ্যই একজন বাংলাদেশী নাগরিক হতে হবে। #সর্বনিম্ন ১৮ বছর বয়স হতে হবে।
কাগজপত্র
#সম্পূর্ণ আবেদন ফরম। #আবেদনপ্রার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (পরিচায়ক কর্তৃক সত্যায়িত) #নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি (আবেদনপ্রার্থী কর্তৃক সত্যায়িত) #শনাক্তকরণ প্রমাণ যেমন ভোটার আইডি কার্ড/পাসপোর্টের ফটোকপি।
অন্যান্য তথ্য
বৈশিষ্ট্য ও উপকারিতা
যদি কোন ব্যক্তি ব্যবসায়ে জড়িত থাকেন কিংবা তার ব্যবসায় এর লেনদেন নির্দিষ্ট রকমের হয়ে থাকে, তাহলে এই হিসাবটি তার জন্য খুবই উপযুক্ত হবে। এটা এক ধরনের চলতি হিসাবের মত যেখানে মুনাফা প্রদান করা হয়।
যদি কোন ব্যক্তি ব্যবসায়ে জড়িত থাকেন কিংবা তার ব্যবসায় এর লেনদেন নির্দিষ্ট রকমের হয়ে থাকে, তাহলে এই হিসাবটি তার জন্য খুবই উপযুক্ত হবে। এটা এক ধরনের চলতি হিসাবের মত যেখানে মুনাফা প্রদান করা হয়।